danmaku icon

বেরিয়ে এলো আহসান মঞ্জিলের ভিতরে রাজাদের অবাক করা সব জিনিস।

24 วิว03/03/2023

1M views পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে । নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে আহসান মঞ্জিলের ইতিহাস, দেখার কি আছে, প্রাসাদের ভিতর ও বাহির, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য। ◼️ আহসান মঞ্জিলের ইতিহাস | Ahsan Manzil History অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ১৮৩০ সালে নওয়াব আবদুল গনির পিতা খাজা আলীমুল্লাহ এটি কিনে নেন। ১৮৫৯ সালে নওয়াব আবদুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ ১৩ বছর লেগেছিলো প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’। ◼️ আহসান মঞ্জিল জাদুঘর | Ahsan Manzil Museum বাংলাদেশ স্বাধীন হবার পর অনেকবার সংস্কার, সৌন্দর্যবর্ধন, পরিমার্জনের পর ১৯৯২ সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মোট ৪ হাজার ৭৭ টি নিদর্শন আহসান মঞ্জিলের ২৩টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। ◼️ আহসান মঞ্জিল টিকেট | Ahsan Manzil Entry Fee আহসান মঞ্জিল টিকেট মূল্য ২০ টাকা, ১২ বছরের নিচে শিশুদের জন্যে ১০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্যে ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্যে ৫০০ টাকা। আগে থেকে আবেদন করলে ছাত্র-ছাত্রীরাও বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘর দেখতে পারবে। ◼️ আহসান মঞ্জিল অনলাইন টিকেট | Ahsan Manzil Online Ticket অনলাইনে আহসান মঞ্জিলের টিকেট পাওয়া যাবে https://www.ahsanmanzilticket.gov.bd/ এই ওয়েবসাইট থেকে থেকে। ◼️ আহসান মঞ্জিল সময়সূচী ২০২২ | Ahsan Manzil Open Off Day আহসান মঞ্জিল খোলা থাকে শনিবার থেকে বুধবার সকাল ১০ঃ৩০ থেকে বিকেল ০৫ঃ৩০ পর্যন্ত। আর প্রতি শুক্রবার বিকেল ০৩ঃ০০ থেকে রাত ০৮ঃ০০ টা পর্যন্ত। আহসান মঞ্জিল বন্ধ থাকে প্রতি
warn iconห้ามทำซ้ำหรือดัดแปลงโดยไม่ได้รับอนุญาตจากครีเอเตอร์
creator avatar

วีดีโอแนะนำสำหรับคุณ

  • ทั้งหมด
  • อนิเมะ