danmaku icon

আমির খানের মেয়ে ইরার বিয়ের ভিডিও ভাইরাল

7 Tontonan12/02/2024

আমির খানের মেয়ে ইরার বিয়ের ভিডিও ভাইরাল অনেক প্রতীক্ষার পর সামাজিক বিধি মেনে নতুন জীবন শুরু করেছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। উদয়পুরের খ্রিষ্টান রীতি মেনে, পরিবারের সবার উপস্থিতিতে বিয়ে করলেন ইরা ও তার বর নুপূর। তাদের প্রেম দীর্ঘদিনের। তারা মুম্বাইতে সেরেছিলেন আইনি বিয়ে। >>> Download Full Video- http://tinyurl.com/yp4wtue2 >>> Watch Full Video- https://kurl.ru/RSoro সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পরেছে ইরা আর নুপূরের বিয়ের বিভিন্ন মুহূর্ত। উদয়পুরে বিয়ে করেছেন ইরা আর নুপূর। যেখানে বলিউডের অধিকাংশ নায়িকারাই যেখানে বিয়ের জন্য বেছে নেন লাল বা মেরুনের শেড। সেখানে ইরা বেছে নিয়েছিলেন একেবারে ধবধবে সাদা গাউন। লেহেঙ্গা পরেননি ইরা। ক্রিষ্টান রীতি মেনে সাদা গাউন পরেছিলেন তিনি। ইরার মাথায় ছিল ফুলেল টিয়ারা ও সাদা ওড়না। হালকা মেকআপ করেছিলেন তিনি। অন্যদিকে নূপূর পরেছিলেন বাদামি শেডের ব্লেজার ও সাদা শার্ট। সাদা জুতা পরেছিলেন ইরা। হাতে ছিল সাদা ফুলের তোড়া। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইরা ও নুপূরের বেশ কিছু ভিডিও। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। তাদের ভক্তদের ওয়ালে ওয়ালে ঘুরছে।
creator avatar
Vira News 27
1/1
1
আমির খানের মেয়ে ইরার বিয়ের ভিডিও ভাইরাল
0:57

আমির খানের মেয়ে ইরার বিয়ের ভিডিও ভাইরাল

7 Views