প্রিয় বোন আমার_ছেলেটা খুব ভালো তাই না_? তোমায় ভালোভাবে চলতে বলে।
Feedback
Melaporkan
44 Ditonton Premium29/09/2023
প্রিয় বোন আমার
ছেলেটা খুব ভালো তাই না
তোমায় ভালোভাবে চলতে বলে
পর্দা করতে বলে
হাদিস শোনায়
সবসময় কেমন ভাবে চল
কোথায় যাও
সবকিছুর জন্য উপদেশ দেয়
তোমায় ইসলামীক ছায়াতলে আসতে বলে
কোরআন শেখার উদ্দেশ্য
কোরআন তেলাওয়াত করে শোনাতে বলে
ঠিকভাবে নামাজ পড়ো কিনা
এসব জিজ্ঞাসা করে
আর তুমি নিশ্চয়ই বেশ খুশি
এমন একটা দিনি ভাই পেয়ে
যে তোমাকে
নিজের ভাইয়ের মতো গাইড করছে।
তোমায় উপদেশ দিচ্ছে
তার কোনো উপদেশ এ তোমার বিরক্ত লাগে না
প্রতিটি উপদেশ যেন
কোনো এক অজানা মধুর ছোঁয়া আছে
নিজেকে তোমার খুবই ভাগ্যবতি মনে হয়
কারণ তুমি একটা এমন দিনি ভাই পেয়েছ
আর ভাই
তুমিও নিশ্চই খুব খুশি
এমন একটা বোন পেয়ে
যে তোমার সব কথা শুনে
আচ্ছা ভাই কিংবা বোন?
যদি সে দিনদারি হয়
তাহলে কেন সে তোমার সাথে কথা বলে
হে ভাই তোমার কি দিনি ভাইয়ের অভাব পড়েছে
নাকি বোন তোমার দিনি বোনের অভাব পড়েছে
যে তোমাকে
দিনি ভাই কিংবা বোন নামক শয়তানের ফাঁদে পা দিতে হবে
তুমি যদি ভাবছো সে তোমাকে দিনদার বানাচ্ছে
বস্তুত সে তোমার দিন কেড়ে নিচ্ছে।
তুমি কি জানো না
নমা বা কারো সাথেই
কথা বলা জায়েজ নেই
হারাম।
তুমি হয়তো বলবে যে
প্রতিদিনের আমলের হিসেব
প্রয়োজনের মধ্যে পড়ে
এই দিনি ভাই কিংবা বোনকে দেয়াতো
আর আমরা তো ইসলামীক বিষয়ে কথা বলি
সুতরাং এটি হারাম হবে না
বোন তুমি কেন বুঝো না
এটি নিতান্তই
ইসলামের নামে শয়তানের
একটি মরীচিকা মাত্র
তুমি নামাজ পড়ার আগেও জিনা করেছো
নামাজ পড়ার পড়েও জিনা করেছো
এটি তোমার কেমন নামাজ
যে নামাজ তোমাকে জিনা থেকে বিরত রাখতে পারে না।
Dilarang memposting ulang tanpa izin dari Kreator.
প্রিয় বোন আমার
ছেলেটা খুব ভালো তাই না
তোমায় ভালোভাবে চলতে বলে
পর্দা করতে বলে
হাদিস শোনায়
সবসময় কেমন ভাবে চল
কোথায় যাও
সবকিছুর জন্য উপদেশ দেয়
তোমায় ইসলামীক ছায়াতলে আসতে বলে
কোরআন শেখার উদ্দেশ্য
কোরআন তেলাওয়াত করে শোনাতে বলে
ঠিকভাবে নামাজ পড়ো কিনা
এসব জিজ্ঞাসা করে
আর তুমি নিশ্চয়ই বেশ খুশি
এমন একটা দিনি ভাই পেয়ে
যে তোমাকে
নিজের ভাইয়ের মতো গাইড করছে।
তোমায় উপদেশ দিচ্ছে
তার কোনো উপদেশ এ তোমার বিরক্ত লাগে না
প্রতিটি উপদেশ যেন
কোনো এক অজানা মধুর ছোঁয়া আছে
নিজেকে তোমার খুবই ভাগ্যবতি মনে হয়
কারণ তুমি একটা এমন দিনি ভাই পেয়েছ
আর ভাই
তুমিও নিশ্চই খুব খুশি
এমন একটা বোন পেয়ে
যে তোমার সব কথা শুনে
আচ্ছা ভাই কিংবা বোন?
যদি সে দিনদারি হয়
তাহলে কেন সে তোমার সাথে কথা বলে
হে ভাই তোমার কি দিনি ভাইয়ের অভাব পড়েছে
নাকি বোন তোমার দিনি বোনের অভাব পড়েছে
যে তোমাকে
দিনি ভাই কিংবা বোন নামক শয়তানের ফাঁদে পা দিতে হবে
তুমি যদি ভাবছো সে তোমাকে দিনদার বানাচ্ছে
বস্তুত সে তোমার দিন কেড়ে নিচ্ছে।
তুমি কি জানো না
নমা বা কারো সাথেই
কথা বলা জায়েজ নেই
হারাম।
তুমি হয়তো বলবে যে
প্রতিদিনের আমলের হিসেব
প্রয়োজনের মধ্যে পড়ে
এই দিনি ভাই কিংবা বোনকে দেয়াতো
আর আমরা তো ইসলামীক বিষয়ে কথা বলি
সুতরাং এটি হারাম হবে না
বোন তুমি কেন বুঝো না
এটি নিতান্তই
ইসলামের নামে শয়তানের
একটি মরীচিকা মাত্র
তুমি নামাজ পড়ার আগেও জিনা করেছো
নামাজ পড়ার পড়েও জিনা করেছো
এটি তোমার কেমন নামাজ
যে নামাজ তোমাকে জিনা থেকে বিরত রাখতে পারে না।