danmaku icon

মুখ্যমন্ত্রীর বক্তব্যে SFI’র বিশৃঙ্খলা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ

1 ViewMar 29, 2025

২০২৫ সালের ২৯ মার্চ, বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে টেক্সটাইল কলেজ মোড়ে এসে পৌঁছায়। এই প্রতিবাদের নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য। মিছিলের সময়, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা SFI’র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, যারা দাবি করেন যে, তারা মুখ্যমন্ত্রীর বক্তৃতাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করেছে। বিক্ষোভে তৃণমূলের সমর্থকরা অংশ নেন এবং এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে, সংগঠনের সদস্যরা SFI এর অপশক্তির বিরুদ্ধে শ্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। এটা স্পষ্ট যে, বহরমপুরের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে এবং তৃণমূল ছাত্র পরিষদ তাদের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে।
warn iconRepost is prohibited without the creator's permission.
creator avatar
banner

Recommended for You

  • All
  • Anime