অ্যানিমেশন কী? অ্যানিমেশন শিখতে যা যা দরকার
আপনি কি আঁকা-আঁকি করতে ভালোবাসেন? তাহলে এই ব্লগটা আপনার জন্য! যারা আঁকা-আঁকি করেন, তাদের কাছে অ্যানিমেশন খুবই আকর্ষণীয় একটা বিষয়। কিন্তু অ্যানিমেশন বলতে আমরা বুঝি ওয়াল্ট ডিজনি পৃষ্ঠার পর পৃষ্ঠা ছবি হাতে এঁকে একটা সিনের এক ভগ্নাংশ তৈরি করছেন। এখনও কি এভাবেই অ্যানিমেশন তৈরি হয়? আসলেই এনিমেশন কি এতটা কঠিন কোনো কাজ?
নিখুঁত অ্যানিমেশন ভিডিও তৈরি করা সবার কাছেই একটা চ্যালেঞ্জিং টাস্কের মতো শোনাতে পারে। আর আপনি যদি এই লাইনে একজন নবাগত হন, তবে আপনার জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জিং। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই ব্লগে আমরা অ্যানিমেশনের একদম বেসিক বিষয়গুলো সম্পর্কে জানবো যা আপনার অ্যানিমেটর হওয়ার যাত্রাটা মসৃণ করে তুলবে।
অ্যানিমেশন কি?
এনিমেশন কি জিনিস সেটা আমরা ইতোমধ্যে কিছুটা বুঝেছি। অ্যানিমেশন বলতে আমরা অনেকেই শুধু কার্টুনই বুঝে থাকি। অ্যানিমেশন ও কার্টুন দুটো একই জিনিস, আবার আলাদাও! অ্যানিমেশন হচ্ছে কার্টুন তৈরির প্রক্রিয়া আর কার্টুন হচ্ছে অ্যানিমেশন দিয়ে তৈরি প্রোডাক্ট! কার্টুন সাধারণত টুডি ও হাতে আঁকা হয়ে থাকে, অনেকক্ষেত্রে স্টিল ছবি বা ক্যারিকেচারও ব্যবহার করা হয়। যেমন: মীনা কার্টুন, ঠাকুরমার ঝুলি, টম অ্যান্ড জেরি, ব্যাটম্যান ইত্যাদি।
আর অ্যানিমেশনের কাজ সাধারণত ডিজিটালি করা হয় এবং এটার প্রক্রিয়াটা একটু জটিল। টয় স্টোরি থেকে শুরু করে ফ্রোজেন, স্পিরিটেড অ্যাওয়ে, কুংফু পান্ডা হালের মিনিয়ন; একটু হলেও অ্যানিমেশন দুনিয়ার খোঁজ রাখেন, অথচ এদের চেনেন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না।